সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি’২৪ : আন্তর্জাতিক শিশু ও নারী পাচার রুখতে সমন্বয় বৈঠক হল জলপাইগুড়িতে। রাজ্যের টাস্কফোর্সের তরফে জলপাইগুড়ি জেলাশাসক দফতরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙের জেলা ও পুলিশ প্রশাসনকে নিয়ে নেপাল ও বাংলাদেশে পাচার রুখতে সমন্বয় তৈরি করতেই এদিনের এই বৈঠক করা হয়। বৈঠকে নেপাল সীমান্ত পাহারা দেওয়া SSB অফিসাররাও ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাচার রুখতে সংশ্লিষ্ট সব পক্ষ যেমন SSB, পুলিশ, জেলা প্রশাসন এবং এনজিও সবাই নিজেদের কাছে থাকা তথ্য আদানপ্রদান করবে। এই তথ্য আদানপ্রদানে সামিল করার সিদ্ধান্ত হয়েছে চা বাগানগুলিকেও। চা বাগান পরিচালকদের সামিল করার সঙ্গে প্রশিক্ষণ দেওয়া এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিয়ে পাচার রোখার নেটওয়ার্কও তৈরি হবে উত্তরবঙ্গে। নেপাল সীমান্ত দিয়ে উভয় দিকেই মানব, বিশেষ করে শিশুপাচার চলছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ থেকে শিশুদের কাজের লোভ দেখিয়ে নেপালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। শিশুদের মধ্যে সিংহভাগই চা বাগানের বলে দাবি। আবার উলটোপথে নেপালের ছেলেমেয়েদের রেস্তোরাঁর কাজ, এমনকি সিনেমায় অভিনয় করানোর টোপ দিয়ে উত্তরবঙ্গে নিয়ে আসা হয়। উত্তরবঙ্গ থেকে সেই শিশুদের ভারতের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। নেপাল সীমান্ত পাহারা দেওয়া বাহিনী, প্রশাসন এবং পুলিশের মধ্যে সমন্বয় থাকলেই এই প্রবণতা রোখা সম্ভব বলে মনে করেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুপ্রিয় সরকার৷ অন্যদিকে, বৈঠকে হাজির এসএসবি উত্তরবঙ্গের আইজি সুধীর কুমার বলেন, সকলকে একসঙ্গে নিয়ে কাজ না করলে পাচার রোখা সম্ভব নয়।
