সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জুলাই ২০২২ : জলপাইগুড়ি শহরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত মোট করোনাতে আক্রান্ত হয়েছেন পুর এলাকায় ২৮৬ জন দাবি পুরসভার। অন্যদিকে শহর ও সংলগ্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২জনের। এই কারণে করোনা পরিস্থিতিতে সকলকে সাবধানে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করলো পুর কর্তৃপক্ষ। করোনায় আক্রান্তের সংখ্যা মাঝে মাঝে কমছে আবার বাড়ছেও। শহরবাসীকে আবারও সর্তক থাকার বার্তা দিলেন পুরসভার চেয়ারম্যান ইন- কাউন্সিলর স্বরূপ মন্ডল। এদিন আক্রান্তের বাড়ি ও এলাকা স্যানিটাইজ করা হয় পুরসভার পক্ষ থেকে। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৯জন। এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে নতুন করে ৬জন করোনাতে আক্রান্ত হয়েছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। পুর এলাকায় ১, ৩, ,১২, ১৪, ২৪ নম্বর ওয়ার্ড মিলে ৬জন।
