সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ জুলাই ২০২২ : জলপাইগুড়িতে করোনা সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার জানান এই মুহূর্তে করোনা একটু বেশি জলপাইগুড়িতে। আগের তুলনায় করানো আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে চারজন রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। তবে তারা নন অক্সিজেন অবস্থায় এবং তাঁদের অবস্থাও স্থিতিশীল রয়েছে। বাকি আক্রান্তরা হোম আইসলেশনে রয়েছেন। তবে সাধারণ মানুষ কে মাস্ক পড়ার, হাত স্যানিটাইজ করার এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
অপরদিকে সম্প্রতি শিলিগুড়ি সহ বেশ কিছু এলাকায় নাইরোবি ফ্লাইয়ের আক্রমণের বেশ কিছু ঘটনা সামনে আসায় চিন্তার ভাঁজ পড়েছে এই জেলার স্বাস্থ্য কর্তাদের কপালেও। যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার এই প্রসঙ্গে জানান, এখনো পর্যন্ত এই নাইরোবি ফ্লাই বা এসিড পোকার দ্বারা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা জলপাইগুড়ি জেলায় ঘটেনি। তবে ইতিমধ্যে সমস্ত ব্লক স্বাস্থ্য অধিকারিকদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষের উদ্যেশ্যে তাঁর বার্তা, সতর্ক থাকুন। এই পোকা গায়ে বসলে টিপে মেরে ফেলবেন না। অফ রাতে ঘুমানোর সময় মশারি ভালো করে দেখে নেবেন তাতে কোন পোকা নেই তো।