সংবাদদাতা, জলপাইগুড়ি, ৭ জুলাই ২০২২ : গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি শহরে আবার করোনায় নতুন করে আক্রান্ত ১৩ জন বাসিন্দা দাবি জেলা স্বাস্থ্য দফতরের। আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল পুর কর্তৃপক্ষ। শহরবাসীকে করোনা নিয়ে সচেতন করতে মাইকিং ও শহরকে আবার জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুরসভা।
বিগত এক সপ্তাহে শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০-এর গন্ডি ছাড়িয়ে গেল। হু হু করে বাড়ছে সংক্রমণ। এদিকে আক্রান্তদের বাড়ি ও এলাকা চিহ্নিত করে জীবাণুমুক্ত করার কাজ চলছে। পুর কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, কয়েকমাস থেকে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। দিন কয়েক আগে থেকে এক দুইজন করে আক্রান্ত হচ্ছিলেন। গতকাল ৭ জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিকে শহরের একাধিক বাসিন্দার মুখে মাস্কের দেখা নেই। হাটে বাজারে প্রায় সব জায়গায় মাস্ক ছাড়া বাসিন্দারা যাতায়াত করছেন।
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চাট্যাজি বলেন, শহরবাসীকে সচেতন হতে হবে। এ দিন নতুন করে ১৩ জন বাসিন্দা করোনা আক্রান্ত হলেন। রাজ্য সরকারের নির্দেশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।