সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ জুলাই ২০২২ : “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর”, শুক্রবার করোনা প্রসঙ্গে এমনই জানালেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। শুক্রবারের খবর অনুযায়ী জলপাইগুড়ি শহরে আবারও করোনার থাবা। এদিন মোট আটজন নতুন করে করোনায় আক্রান্ত হলেন। গত ছদিনে করোনার সংখ্যা প্রায় ২৯ জন। এ পর্যন্ত ৩৭ জন শহরে আক্রান্ত বলে জানান সৈকত চ্যাটার্জী। যেহেতু বিষয়টি উদ্বেগজনক তাই পুরসভা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। শহর জুড়ে চলছে মাইকিং। খুব দ্রুতই সারা শহরকে জীবাণুমুক্ত করার কাজ করা হবে বলে জানান তিনি। অন্যদিকে এখনো পর্যন্ত যারা বুস্টার-ডোজ নেননি তাদেরকে বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানালেন সৈকত বাবু। পাশাপাশি করোনার কারণে মৃত্যু যে একেবারে হচ্ছে না তা কিন্তু নয়। তাই প্রত্যেককেই মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে চলার ফের অনুরোধ করেছেন সৈকত চ্যাটার্জী। পাশাপাশি সর্দি কাশি জ্বর প্রভৃতি হলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে আরটিপিসিআর করার কথা জানান তিনি।
