তুলো ধুনাইয়ের মেশিন ফেটে মৃত্যু তুলো ধুনাইকারী যুবকের (ভিডিও সহ)

জলপাইগুড়ি : কখন কার মৃত্যু কিভাবে ঘটে তা কিন্তু আমরা কেউ জানিনা। বাবা ছেলে দুজনে মিলে তুলো ধুনাইয়ের কাজ করেন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তারা দীর্ঘদিন ধরে হাতে তুলো ধুনাইয়ের কাজ করে কিছু টাকা জমিয়ে তুলো ধুনাইয়ের জন্য একটি মেশিন কিনেছিলেন গত রবিবার। কেই বা জানতো, সেই মেশিনই তাদের কাল হয়ে দাঁড়াবে এবং সেই মেশিনে তার ছেলের জীবন চলে যাবে। সোমবার সাতসকালে সেই নতুন মেশিনে তুলো ধুনাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে মেশিন ফেটে যায়, সেইসময় মেশিনে কাজ করছিলেন ছেলে আজাদ আলী, বয়স ২৫। মেশিনের টুকরোর আঘাতে তার মুখের সামনে অংশ উড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় আজাদ আলী। ঘটনা প্রসঙ্গে জানা যায় সোমবার আনুমানিক সকাল ৯ টা নাগাদ ক্রান্তি ব্লকের কাঠালগুড়ী মহুয়া তোলা সংলগ্ন এলাকার মহম্মদ বাবুর বাড়িতে বাবা ছেলে দুজনে মিলে লেপের তুলো ধুনাইয়ের কাজ শুরু করেছিল। হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পান বাড়ির লোকেরা। এসে দেখেন মেশিনের ফিতেগুলো ছিড়ে একজনকে পেচিয়ে রেখেছে। ঘটনাস্থলেই দুর্ভাগ্যক্রমে মৃত্যু হয় তুলো ধুনাইকারি যুবক আজাদ আলীর।

এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় ক্রান্তি থানায়। ক্রান্তি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এলাকার বাসিন্দা তবিবর রহমান জানান, মৃত ছেলেটির নাম আজাদ আলী। তারা লেপ তোষক বালিশ ইত্যাদি তৈরি করে এই শীতের মরসুমে। এলাকাবাসীরা জানাচ্ছেন, তাদের প্রকৃত বাড়ি সম্ভবত বিহারে এবং তারা ওদলাবাড়িতে ভাড়া বাসায় থেকে বিভিন্ন জায়গায় লেপ-তোষক তৈরি করেন। তিনি আরো জানান, তারা আজকে সকাল বেলা তাদের বাড়িতে সকাল বেলা চারজন কাজ করতে আসে। এদিকে ঘটনার কথা চাউর হতেই ঘটনাস্থলে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় এবং সকলেই দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *