বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৫ নভেম্বর’২৩ : কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দীঘির পাড় এলাকায়। গত ২০ নভেম্বর সন্ধের ঘটনা। কিন্তু ভয়ে পরিবারের কাউকে জানায় নি ওই কলেজ ছাত্রী। অভিযোগ, ওইদিন সন্ধেতে বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুন ব্রহ্মের দাদা ভুদেব ব্রহ্ম ওরফে ভুট্টো। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে তৃণমূল কাউন্সিলরের দাদা। শনিবার মা-কে সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী। পুলিশ ওই কলেজ ছাত্রীর বয়ানও রেকর্ড করেছে। ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের। অভিযোগের ভিত্তিতে তদন্তে জগদ্দল থানার পুলিশ। যদিও এপ্রসঙ্গে অভিযুক্তের দাদা স্থানীয় কাউন্সিলর অরুন ব্রহ্ম বলেন, আইন আইনের পথে চলবে। কেউ অপরাধ করলে শাস্তি পাবে।
