খড়িবাড়ি : ফের মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। ১২৬ গ্রাম ব্রাউন সুগার ও ৪৬,৩০০ টাকা সহ গ্রেপ্তার হল এক দম্পতি। ধৃতরা হল রুশান দেবী গিরি ও হারা কুমার বারাই।

গোপন সূত্রে খবর পেয়ে শীতলা মন্দির সংলগ্ন একটি বাড়িতে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ১২৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এছাড়াও উদ্ধার হয় নগদ ৪৬,৩০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতি দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত ছিল। তাদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় এবং শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।