জলপাইগুড়ি: সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রধান পাড়া বুথে রাতের অন্ধকারে দুঃসাহসিক ভাবে গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সন্তোষ মণ্ডলের ছেলে প্রান্তুষ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি পূর্ণবয়স্ক সাইবল প্রজাতির কালো রঙের গরু চুরি হয়েছে।
গরুর মালিক প্রান্তুষ মণ্ডল জানান, “রাত একটার সময় গরুটিকে গোয়ালঘরে সুস্থ অবস্থায় দেখেছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি গরুটি নেই। পায়ের ছাপ অনুসরণ করে মাঠ পর্যন্ত খুঁজেছি। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।”
স্থানীয় বাসিন্দা বিদ্যাধর সরকার বলেন, “আমাদের এলাকায় এর আগেও চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই, নয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
অপর বাসিন্দা সহদেব বেপারী বলেন, “গ্রামীণ কৃষি নির্ভর এলাকায় গরু চুরির ঘটনা আমাদের জীবন-জীবিকার উপর প্রভাব ফেলছে। প্রশাসন যদি উদাসীন থাকে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠবে। আমরা চাই, দ্রুত এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক।”
গোটা ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রামবাসীরা চুরি রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছে।