রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে CPIM’এর মিছিল

পরিতোষ রায়, ধূপগুড়ি : দেশে নয়া সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেছে ২১ টি বিজেপি বিরোধী দল। দেশজুড়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি বিরোধী দলগুলি। রবিবার একই ইস্যুতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল ও পথসভা করলো CPIM।

দিল্লিতে সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে এদিন ধূপগুড়ির ডাউকিমারী হাটে CPIM ধূপগুড়ি পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা করা হয়। এদিন প্রায় ৫০ জন কর্মী সমর্থক মিলে মিছিলটি ডাউকিমারী CPIM পার্টি কার্যালয় থেকে শুরু করে গোটা বাজার পরিক্রমা করে, চৌপথিতে একটি পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন CPIM ধূপগুড়ি পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক মনমোহন রায়, এরিয়া কমিটির সদস্য পুলক সরকার,মন্তেশ্বর রায় সহ সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।

CPIM marches to protest against President not being invited

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *