জলপাইগুড়ি: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যার ঘটনার প্রতিবাদে এবং ওয়াকফ আইন বাতিল ও যোগ্য প্রার্থীদের চাকরি ফেরতের দাবিতে শনিবার জলপাইগুড়িতে পথে নামল সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠন। মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে কদমতলা মোড়, স্টেশন রোড, থানামোড়, দিনবাজার, বেগুনটাড়ি হয়ে শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় কদমতলা মোড়ে।

মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক, কৃষক, খেতমজুর, ছাত্র, যুব, মহিলা ও শিক্ষক সংগঠনের সদস্যরা। এদিনের মিছিলের ব্যানারে সিপিআইএম স্পষ্টভাবে দাবি করে, পহেলগাঁওয়ের ঘটনা দেশের বিভাজনের রাজনীতির ফলাফল।

ভোট বাক্সে ভরাডুবির পরেও সিপিআইএমের এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি নজর কাড়ে। সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে দলীয় নেতা-কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে শোকাহত দেশের সঙ্গে সংহতি জানান।