ভোট লুঠের এক বছর পূর্তিতে গণতন্ত্র হরণের প্রতিবাদে মিছিল সিপিআই(এম) এর, কালা দিবস পালন কংগ্রেসের

জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি : গোটা রাজ্যের সাথে গত ১বছর আগে ২৭শে ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়েছিল জলপাইগুড়ি পুরসভায়। যেখানে শহরের ২৫টি ওয়ার্ডের বিভিন্ন বুথে পুলিশের সামনে দেদার ভোট লুট করেছিল রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বলে বিরোধীদের অভিযোগ। ভোট গ্রহণের পরের দিন ২৮ ফেব্রুয়ারি এসডিও অফিসে বামপন্থীরা গণতন্ত্র হরণের প্রতিবাদে মিছিল নিয়ে গেলে সেই মিছিলের উপর এসডিও অফিসের ভেতরে নির্লজ্জভাবে লাঠি চার্জ করে পুলিশ প্রশাসন। লাঠির ঘায়ে সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য সহ ছাত্র-যুব ও মহিলারা আক্রান্ত হন আক্রান্ত হয় বহু পার্টি কর্মী। ভোট লুঠের এক বছর পূর্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র হরণের নির্লজ্জ আক্রমণের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরের বুকে সোমবার সন্ধ্যায় মিছিল করে সিপিআই (এম) সদর পূর্ব এরিয়া কমিটি।

সিপিআইএম জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কদমতলা, দিনবাজার, মার্চেন্ট রোড, থানা মোড়, ডিবিসি রোড হয়ে জেলা কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। মিছিলে শ্লোগান ওঠে ছাপ্পা ভোটে জয়ী তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা কে জানাই ধিক্কার, ওয়ার্ডে ১৫ কোটি টাকার প্রকল্প কোথায় গেল , আম্রুত প্রকল্পের জল ঘরে ঘরে পৌঁছল না কেন, শহরকে আবর্জনা স্তূপে পরিণত করা হচ্ছে কেন, এক বছরের টাকার অভাবে কোন ঠিকাদার কাজ নিতে না আসায় তিনবার ৩৫ টি টেন্ডার ক্যানসেল হল কেন, শাসক দল জবাব দাও। মিছিল শেষে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি পুরসভার তৃণমূলের ভোট লুঠ ও পুলিশের নির্লজ্জ ভূমিকা কে ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন পার্টির জেলার কমিটির সদস্য বিপ্লব ঝা, জেলা সম্পাদক সলিল আচার্য। নেতৃবৃন্দ বলেন গত এক বছর আগে জলপাইগুড়ি শহরের ২৫ টি ওয়ার্ডে শাসক দল তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কে হরণ করে জলপাইগুড়ি পুরসভায় ক্ষমতায় এসেছে।
শাসক দলের দেওয়া একটি প্রতিশ্রুতিও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর বিরুদ্ধে পুরসভায় বারংবার ডেপুটেশন সহ প্রতিবাদ মিছিল, ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সভা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন জারি রেখেছে সিপিআইএম শাসক দল তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে ছাপ্পা ভোটে জয়ী জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

পাশাপাশি এদিন গণতন্ত্র হরণের প্রতিবাদ জানিয়ে শহরের কদমতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় সোমবার সন্ধ্যায়। এদিন কংগ্রেসের কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি নিয়ে জলপাইগুড়ি শহরে প্রদক্ষিনের মধ্যে দিয়ে কালো দিবস পালন করে। কংগ্রেসের দাবি, গত বছর আজকের দিনেই পুরভোটের নাম করে গনতন্ত্রকে অপহরন করেছিল বর্তমান শাসক দল। আর এর প্রতিবাদে প্রতিবছর জলপাইগুড়ির শহরের মানুষ কালো দিবস হিসেবে পালন করবে বলে দাবি জেলা কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *