চা শ্রমিকদের প্রতারণার দশ বছর পূর্তি, জেলা শাসকের দফতরে সিপিআইএম-এর স্মারকলিপি প্রদান

জলপাইগুড়ি : কৃষক, চা শ্রমিক ও জেলার সাধারণ মানুষের জীবন-জীবিকার দাবিতে জেলা শাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। বৃহস্পতিবার, জলপাইগুড়ি জেলা সিপিআইএম- এর সম্পাদক পীযূষ মিশ্র-সহ এক প্রতিনিধিদল জেলা শাসক শামা পারভিন-এর কাছে তাদের বিভিন্ন দাবি পেশ করেন।

সিপিআইএম-এর অভিযোগ, রাজ্য সরকার ২০১৫ সালে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। দশ বছর পার হলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি, বরং রাজ্য সরকার চা বাগানের জমি পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে চা শ্রমিকদের ভূমিহীন করার চক্রান্ত করছে।

স্মারকলিপিতে কৃষকদের সমস্যার কথাও তুলে ধরা হয়। সিপিআইএম সম্পাদক পীযূষ মিশ্র বলেন,
“জেলায় কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। সঠিক সময়ে সেচের ব্যবস্থা নেই, সার পাচ্ছেন না কৃষকরা, যার ফলে ফসল নষ্ট হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার। জেলা শাসকের এখন হুঁশ নেই, হুঁশ ফিরবে যখন আলুর দাম বেড়ে যাবে। আমরা চাই জেলার ফসল রক্ষা করতে ফল সবজির কোল্ড স্টোরেজ তৈরি হোক।”

CPIM's memorandum submitted to the District Magistrate's office

সিপিআইএম-এর দাবি, রাজ্য সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাদের অভিযোগ, কৃষকদের সমস্যার দ্রুত সমাধান করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

জেলার কৃষি, চা শিল্প ও শ্রমিকদের স্বার্থরক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয় কিনা, সেদিকেই এখন নজর রাখছে সিপিআইএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *