Cricket : ইতিহাস গড়লেন ইব্রাহিম জাদরান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়া ইনিংস

আফগান ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন ইব্রাহিম জাদরান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের অসাধারণ ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এই আফগান ব্যাটার।

চ্যাম্পিয়ন্স ট্রফির একক সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে প্রথমে ছিলেন নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টেল (১৪৫ রান)। সেই রেকর্ড ভেঙে দুদিন আগেই বেন ডাকেট ১৬৫ রান করে শীর্ষস্থান দখল করেন। কিন্তু বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ডাকেটের সেই রেকর্ডও ম্লান করে দিলেন জাদরান। ৪৬ বলে এক ডজন চার ও ছয়টি ছক্কার মাধ্যমে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে তিনি রেকর্ডের শীর্ষে উঠে এলেন।

ম্যাচের শুরুটা সহজ ছিল না আফগানিস্তানের জন্য। প্রথম ৯ ওভারের মধ্যেই দলটি ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। তখনই ব্যাটিং হাল ধরেন ইব্রাহিম জাদরান ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। চতুর্থ উইকেটে তারা ১০৩ রানের পার্টনারশিপ গড়েন, যা আফগানিস্তানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচায়। এরপর আজমাতুল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে দলকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করান জাদরান।

জাদরানের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে আফগানিস্তান ৫০ ওভারের আইসিসি ইভেন্টে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩২৫/৭ রান করে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুম্বাইয়ে ২৯১/৫ রান ছিল তাদের সেরা স্কোর।

২৩ বছর বয়সী জাদরান ১২টি চার ও ৬টি ছক্কার মাধ্যমে ১৪৬ বলে ১৭৭ রান করে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসই খেলেননি, বরং নিজের ওয়ানডে ক্যারিয়ারের আগের সেরা স্কোর ১৬২ রানও ছাড়িয়ে যান।

এই ইনিংসের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করা প্রথম আফগান ব্যাটার হওয়ার গৌরব অর্জন করেন জাদরান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ১৭৭ রানে থামেন, যা আফগান ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

জাদরানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, তিনি ইংল্যান্ডের বোলিং লাইনআপকে ক্লাব ক্রিকেটের পর্যায়ে নামিয়ে এনেছেন। আর্চার, ওকস ও লিভিংস্টোনের মতো বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকান। লিয়াম লিভিংস্টোনের একটি সিঙ্গেল নিয়ে তিনি নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন।

ইব্রাহিম জাদরানের এই দুর্দান্ত ইনিংস আফগানিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো এক শক্ত প্রতিপক্ষ হিসেবে তুলে ধরল। এই পারফরম্যান্স শুধু এক দিনের নয়, এটি দীর্ঘদিন আফগান ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে যাবে।

জাদরান ও তার দলের এমন পারফরম্যান্স আগামী দিনে আফগানিস্তানের ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *