থার্মোকলের নৌকায় চড়ে বর্ষায় উত্তাল তিস্তা নদী পারাপার করেন এরা …

বিকাশ সরকার, হলদিবাড়ি, ৩ জুলাই’২৩ : জীবন প্রতিপালনের জন্য বর্ষায় উত্তাল তিস্তা নদীতে থার্মোকলের নৌকায় পারাপার করেন সুজিত মন্ডলের মতো অনেকেই। আর্থিক দারিদ্রতার কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হচ্ছেন উত্তাল তিস্তা নদী। তিস্তা নদীর উর্বর পলি দোআঁশ মাটিতে দরিদ্র চাষিরা বিভিন্ন রকম শাকসবজি ফলিয়ে কোনরকম ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকেন এবং তিস্তার চড়ে স্থাপন করেছেন বসতি। এভাবেই চলে তাদের জীবন জীবিকা।

আবার অনেক সময় দেখা যায় তিস্তা নদীর চরের উর্বর আবাদি মাটিতে তিস্তা নদীর সংলগ্ন এলাকার বাসিন্দারা চাষবাসের জন্য প্রতিনিয়তই পারাপার হয়ে থাকেন। এবং সেখানে ফসল ফলিয়ে সেই ফসল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সেরকমই সুজিত মন্ডলদের মত অনেকেই দেখা গেল বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের ৫ নং স্পার এলাকার তিস্তা নদীতে এ দিন থার্মোকল দিয়ে নৌকো বানিয়ে তিস্তা নদী পারাপার হচ্ছেন। এবং চরে আবাদি করলা ,কুমড়ো সহ অন্যান্য শাকসবজি এপারে পারাপার করছেন।

Crossing the raging Teesta river in monsoon by riding a thermocouple boat

সুজিত বাবু বলেন আর্থিক অনটনের কারণে তিস্তা নদীতে আমাদের মত অনেকেই চাষাবাদ করে থাকেন। কেননা এপারের জমির চাইতেও তিস্তা নদীর চরে জমি অনেকটাই উর্বর । তাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই নৌকায় চড়ে তিস্তা পারাপার হতে হয় তাদের। তিনি আরো বলেন তার অভিজ্ঞতায় বিগত দিনে একবার নৌকাডুবিও হয়েছিল। সেদিন এক চরম প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন তিনি। জলের স্রোতে ভেসে গিয়েছিল তাদের আবাদী ফসল কোনরকম নদী সাঁতার কেটে এপারে এসে প্রাণে বেঁচে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *