জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ভর্তির ফর্ম সংগ্রহে ভিড়

জলপাইগুড়ি : ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক বিভাগে ভর্তির ফর্ম সংগ্রহের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলের সামনে অভিভাবকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলি থেকেও বহু অভিভাবক ফর্ম সংগ্রহের জন্য হাজির হন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ জানান, ১৯ ডিসেম্বর থেকে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ফর্ম জমা নেওয়া হবে ২৩ ডিসেম্বর পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর লটারি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি চূড়ান্ত করা হবে।

ভর্তি প্রক্রিয়ার বিশেষত্ব : প্রাক-প্রাথমিক শ্রেণিতে মোট ১০০ জন শিশুকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। শিশুদের ভর্তিতে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে : – এসসি: ২২%, এসটি: ৬%, ওবিসি (বি): ১০%, ওবিসি (ডি): ৭%

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন, “লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটি ক্যাটাগরির যোগ্য শিশুরা ভর্তির সুযোগ পায়।”

Crowd collecting pre-primary admission forms at Jalpaiguri Fanindradev Primary School

বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের এই উৎসাহ এবং আগ্রহ স্কুলটির শিক্ষার মান ও জনপ্রিয়তার পরিচয় বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *