জয়ন্তী: মহা শিবরাত্রির পবিত্র উৎসবে ভক্তদের ঢল নেমেছে জয়ন্তী মহাকাল ধামে। দুর্গম পাহাড়, বনজঙ্গল পেরিয়ে হাজার হাজার শিবভক্ত আজ সমবেত হয়েছেন ভগবান মহাকালের দর্শনের আশায়। শুধু উত্তরবঙ্গ নয়, আসামসহ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত আসেন এই তীর্থস্থানে। প্রতিবারের মতো এবারও জয়ন্তী ধাম পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
জলপাইগুড়ি থেকে আসা এক ভক্ত বলেন, “এই মহাকাল মন্দিরে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য আসেন। এখানে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য আমরা প্রতিবছর এই দিনে উপস্থিত হই।”

ভক্তদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। স্বাস্থ্য পরিষেবার জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও চিকিৎসকদের দ্বারা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো।
জয়ন্তী মহাকাল ধাম আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন ভুটান সীমান্তের কাছে অবস্থিত। প্রতি বছর শিব চতুর্দশীতে এখানে বিশাল সংখ্যক ভক্ত সমাগম হয়। ভক্তদের যাতায়াত সুবিধার জন্য আলিপুরদুয়ার জেলা পরিষদ জয়ন্তী নদী থেকে মহাকাল মন্দির পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ অস্থায়ী রাস্তা তৈরি করেছে। চলাচল আরও মসৃণ করতে এবার দুটি পৃথক রাস্তা নির্মাণ করা হয়েছে।
উৎসবের মাঝে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। প্লাস্টিক, ডিজে, উচ্চশব্দের সাউন্ড সিস্টেম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, আবর্জনা এড়াতে রুটের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল (PHE) বিভাগের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
শিবরাত্রির এই শুভক্ষণে ভক্তরা উপবাস, প্রার্থনা ও পূজার্চনার মাধ্যমে ভগবান শিবের আশীর্বাদ কামনা করছেন। সাধু-সন্ন্যাসীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক অন্য রকম আধ্যাত্মিক আবহে মেতে উঠেছে। জয়ন্তী মহাকাল ধামে মহা শিবরাত্রির এই উৎসব শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এক ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছে।