জলপাইগুড়ি : ডুয়ার্সের মালবাজারে সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি স্ক্যান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। মালবাজারবাসীর বহুদিনের দাবি ছিল এই হাসপাতালেই বিনামূল্যে সিটি স্ক্যান করার সুবিধা চালু করার। অবশেষে সেই দাবি পূরণ হলো।
মন্ত্রী বুলুচিক বড়াইক জানান, মালবাজার আদিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে বহু চা শ্রমিক পরিবার রয়েছে, যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। অনেকেই অর্থাভাবে প্রয়োজনীয় সিটি স্ক্যান করাতে পারতেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা বিনামূল্যে চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাল মহকুমার পুলিশ আধিকারিক, স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তারা সকলেই এই পরিষেবা চালুর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।
এই সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ায় মালবাজারবাসীর স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হলো। এলাকার মানুষ মনে করছেন, এবার তাদের চিকিৎসার জন্য দূরবর্তী শহরে ছুটতে হবে না। বিশেষ করে চা বাগানের শ্রমিক পরিবারগুলির জন্য এটি এক বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
রাজ্যের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার আলো জ্বালিয়েছে। তারা মনে করছেন, এই পরিষেবা শুধু তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে না, বরং স্বাস্থ্য খাতে মালবাজারের গুরুত্বও বাড়াবে।