সংবাদদাতা, শিলিগুড়ি, ১৮ আগস্ট : এবার বিতর্ক দার্জিলিং মেলকে নিয়ে। দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে নয় নিউ জলপাইগুড়ি থেকে চলবে এমনটাই দাবি করেছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। উল্লেখ্য, ১৫ আগস্ট থেকে রেল মন্ত্রক ঐতিহ্যবাহী দার্জিলিং মেলকে নিউ জলপাইগুড়ির পরিবর্তে হলদিবাড়ি থেকে চালানোর সিদ্ধান্ত নেয় এবং জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় সেই প্রসঙ্গে মিডিয়াকে জানিয়েছিলেন, তিনি হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল চালানোর জন্য তিনি দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছিলেন, অবশেষে তার দাবি স্বীকৃতি পেল। কিন্তু রাজু বিস্তার বক্তব্যের পর বিজেপির মধ্যে দ্বন্দ্ব নিয়ে জল্পনা শুরু হয়।
গতকাল দিল্লি থেকে ফিরে বাগডোগরা বিমানবন্দরে সাংসদ রাজু বিস্তা মিডিয়ার মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, দার্জিলিং মেলের সাথে এই উত্তরবঙ্গের মানুষের আবেগ জড়িত। সেই আবেগে কখনই আঘাত করা উচিত নয়। তাই দার্জিলিং মেল যেমন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চলত ঠিক তেমনই চলবে। পাশাপাশি হলদিবাড়ির মানুষের কথা ভেবে হলদিবাড়ি থেকে কলকাতায় যাওয়ার জন্য একটি নতুন ট্রেন চালু করা হবে। এছাড়াও এনজেপি বা শিলিগুড়ি থেকে দিল্লি ও দক্ষিন ভারতে যাওয়ার দুটি সুপারফাস্ট ট্রেন চালু করার প্রস্তাব তিনি রেলমন্ত্রীকে দিয়েছেন। রেলমন্ত্রী তাঁকে এই ট্রেন সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছেন বলে দাবি করেন দার্জিলিং এর সাংসদ।