সুখবর : ১৫ আগস্ট থেকে পুনরায় হলদিবাড়ি থেকে চালু হতে যাচ্ছে দার্জিলিং মেল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ আগস্ট : দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতীয় রেলের তরফে হলদিবাড়ি ও জলপাইগুড়িবাসীর জন্য একটি বিরাট সুখবর। আগামী ১৫ই আগস্ট থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে দার্জিলিং মেল (Darjeeling Mail)। এবার থেকে পুরো ট্রেনটিই হলদিবাড়ি থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়। জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেনটি পৌঁছাবে ৬টা ২০ মিনিটে। আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রাত ৮টায় ট্রেনটি ছেড়ে শিয়ালদার উদ্যেশ্যে যাবে। আবার প্রতিদিন রাত ১০টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে পরের দিন সকাল দশটায় হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছবে।সোমবারই ভারতীয় রেলবোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ১২৩৪৩/ ১২৩৪৪ দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যাবে (Sealdah is going to start from Haldibari)।

২০১৯ সালের ১২ ডিসেম্বর পূর্ব রেলের তরফে এক নোটিস জারি করে জানানো হয়েছিল, ২০২০ সালের ১০ এপ্রিলের পর থেকে হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের সংযোগকারী কোচ দু’টি স্থায়ী ভাবে তুলে নেওয়া হবে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলের চলাচল। হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন হলদিবাড়ি ও জলপাইগুড়ির রেল যাত্রীরা।

উল্লেখ্য, ভারত বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেস চালুর দিনই হলদিবাড়িতে এসে দার্জিলিং মেলের পুরো ট্রেনটি হলদিবাড়ি থেকে চালু করার আশ্বাস দিয়েছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। অবশেষে সোমবার পুনরায় পুরো ট্রেনটি হলদিবাড়ি স্টেশন থেকে চালু করার বিজ্ঞপ্তি জারি হওয়ায় খুশির হাওয়া হলদিবাড়ি ও জলপাইগুড়িতে।

De

জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় এ বিষয়ে বলেন, ‘‘জলপাইগুড়ি ও হলদিবাড়ির বিভিন্ন মহল থেকে দার্জিলিং মেল পুনরায় হলদিবাড়ি থেকে চালুর দাবি করা হয়েছিল আমার কাছে। বিষয়টি নিয়ে আমি রেলমন্ত্রী ও রেল বোর্ডে বারংবার তব্বির করেছি। অবশেষে সেই খুশির খবর এসেছে। স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে এটা উপহার জলপাইগুড়ি ও হলদিবাড়ি মানুষের জন্য।’’

দেখুন ভিডিওতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *