“কৃষক রত্ন” সম্মান পেলেন দাস পাড়ার কৃষক দশরথ দাস

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ মে ২০২২ : পশ্চিমবঙ্গ সরকারের “উন্নয়নের পথে ১১ বছর” কর্মসূচির অন্তর্গত সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে “কৃষক রত্ন” সম্মান পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লক কৃষি দপ্তরও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার ব্লকের পক্ষ থেকে কৃতী কৃষক হিসাবে খারিজা বেরুবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দাস পাড়ার কৃষক দশরথ দাসকে “কৃষক রত্ন” সম্মানে পুরস্কৃত করা হয়। এই সন্মান প্রাপ্তি প্রসঙ্গে দশরথ বাবু জানান, “দীর্ঘ ছয় বছর ধরে এলাকার কৃষকদের স্বার্থে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষক উন্নয়ন মূলক কাজ করে যাওয়ার পর আজকে আমি গর্বিত একজন কৃষক হিসাবে। আমার এবং আমাদের দাস পাড়া ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার ও কৃষি দপ্তরকে। সেই সাথে ফার্মার্স ক্লাবের সমস্ত মহিলা ও পুরুষ কৃষক ভাইদের যাদের জন্য আজকের এই সম্মান। কৃষকদের জন্য আগামী দিনে দপ্তরের সহযোগিতা নিয়ে আরো বেশি বেশি উন্নয়ন মূলক কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *