পুরনো বাড়ি ভাঙতে গিয়ে শানশেড চাপা পড়ে মৃত ভ্যান চালক, গুরুতর জখম শ্রমিক

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৪ নভেম্বর : পুরানো বাড়ি ভাঙতে গিয়ে শানশেড চাপা পড়ে মৃত্যু হল এক ভ্যান চালকের। গুরুতর আহত আরেকজন। সোমবার বেলায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে হালিশহর থানার মল্লিকবাগ এলাকায়। মৃতের নাম পরশুরাম মালো ( ৬২)। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। তিনি বাড়ি ভাঙার ইঁট সংগ্রহ করে ভ্যানে তোলার কাজ করছিলেন। বাড়ি ভাঙার কাজে যুক্ত শ্রমিক আহত সাত্তার মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক আকবর ব্যাপারীর কথায়, সাত্তার শানশেড ভাঙার কাজ করছিলেন সাত্তার। তখন শানশেড ভেঙে তিনি একদম নিচে পড়ে যান। নিচে বসে থাকা পরশুরামের গায়ে এসে পড়ে সাত্তার-সহ শানশেড। ঘটনাস্থলেই পরশুরামের মৃত্যু হয়। এই ঘটনায় কারও গাফিলতি আছে কিনা, তা তদন্ত করে দেখছে হালিশহর থানার পুলিশ। হালিশহর পুরসভার উপ-পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ঘটনার ক্ষেত্রে কারও গাফিলতি থাকলে তিনি শাস্তি পাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *