রাহুল মন্ডল, মালদা, ১২ অক্টোবর’২৩ : ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু। গ্রামে দেহ পৌঁছতেই ঠিকাদারের বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ মৃত শ্রমিকের পরিবারবর্গ সহ গ্রামবাসীর। মালদার পশ্চিম বেতাহা গ্রামের বাসিন্দা ঠিকাদারের বাড়ির সামনে দেহ রেখে পরিবারবর্গ চালাচ্ছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুখুরিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম ঈসা সবজি, বয়স ৩৫। প্রায় দুই মাস আগে পাশেরই পশ্চিম বেতাহা গ্রামের ঠিকাদার রাজেশ সবজি মারফত গুজরাটে কাজ করতে যায়।

৯ তারিখ পরিবারের কাছে খবর আসে টাওয়ারে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে শ্রমিক ঈসা সবজির। মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতার কথা হয়েছিল। গ্রামে দেহ পৌঁছতেই আর্থিক সহযোগিতা মৃতের পরিবারকে করা হবে না বলে জানিয়ে দেন শ্রমিক সরবরাহকারী ওই ব্যক্তি। এতেই ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী সহ মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা দেহ নিয়ে পৌঁছে যায় পশ্চিম বেতাহা গ্রামের বাসিন্দা শ্রমিক সরবরাহকারী রাজেস সবজির বাড়ির সামনে। গভীর রাতে এলাকায় পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। শ্রমিক সরবরাহকারী ওই ঠিকাদারের সাথে কথা বলে পুলিশ। পরিবারকে আর্থিক সহযোগিতার সঠিক আশ্বাস পাওয়ার পরই গভীর রাতে দেহ নিয়ে সেখান থেকে চলে যান পরিবার সহ গ্রামবাসীরা। রাতেই দেহ মাটি করা হয়।