শিলিগুড়ি: “গীতার মহিমা ছড়িয়ে দিতে এবং আমাদের সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে জাগ্রত রাখতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই মহতী উদ্যোগে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাই,” এমনই বার্তা দিলেন সনাতন সংস্কৃতি সংসদের কার্যকর্তা লক্ষ্মণ বনসাল।
আগামী ১৫ ডিসেম্বর শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। সোমবার থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। এদিন সকাল থেকেই ময়দান পরিষ্কার করা হয় এবং প্রায় ৩০ হাজার মানুষের গীতা পাঠে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, গীতা পাঠের এই উদ্যোগ সনাতন সংস্কৃতির গুরুত্ব ও গীতার জ্ঞানকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে। লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
উল্লেখ্য, আয়োজনে উপস্থিত ছিলেন সনাতন সংস্কৃতি সংসদের কার্যকর্তা লক্ষ্মণ বনসালসহ অন্যান্যরা। বিশাল পরিসরে এই আয়োজন সফল করতে প্রস্তুতি চলছে জোরকদমে।