লোকালয়ের স্তব্ধ সকালে হঠাৎ হরিণের মৃ*ত্যু – ডুয়ার্সে বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান নিয়ে ফের উঠছে প্রশ্ন

ডুয়ার্স : একটি স্তব্ধ সকাল। লোকালয়ের মাঝে হঠাৎই হরিণের নিথর দেহ। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা এলাকায় আবিষ্কৃত হল এক হৃদয়বিদারক দৃশ্য — ফাঁকা জমির মধ্যে পড়ে রয়েছে এক বুনো হরিণের দেহ।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বনদফতরকে খবর দেওয়া হলে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হরিণের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোকালয়ে ঢুকে পড়ার পর হরিণটিকে তাড়া করে একদল কুকুর। কুকুরের কামড়েই মৃত্যু হতে পারে হরিণটির – এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

Deer dies suddenly on quiet morning in Dooars

তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পাঠানো হবে ময়নাতদন্তে। পাশেই রয়েছে খরিয়ার বন্দর জঙ্গল – স্থানীয়রা মনে করছেন, সেখান থেকেই পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছিল নিরীহ প্রাণীটি।

বনের প্রাণীরা যখন মানুষের দোরগোড়ায় এসে মৃত্যুর শিকার হয়, তখন বারবার প্রশ্ন ওঠে — মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থান আদৌ কতটা সুরক্ষিত? মাথাচুলকার এই ঘটনাও যেন সে প্রশ্নকেই আরও একবার সামনে এনে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *