স্পোর্টস ডেস্ক : আজকের আইপিএল ম্যাচে লখনউয়ের মাঠে দাপট দেখাল দিল্লি ক্যাপিটালস। ১৬০ রানের টার্গেট তাড়া করে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিল ঋষভ পন্থের দল। শুরুতেই ঝড় তুলেছিলেন অভিষেক পোড়েল। তাঁর ব্যাট থেকে আসে ঝকঝকে ৫১ রান। করুণ নায়ার রান না পেলেও চাপ নেননি অন্য ব্যাটাররা।
পোড়েল আউট হওয়ার পর দলের হাল ধরেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। দায়িত্বশীল ব্যাটিং করে দুজনেই নিশ্চিত করেন দিল্লির জয়। অক্ষর প্যাটেল বল হাতেও চমক দেখান, আর মুকেশ কুমার তো ছিলেন কার্যত আগুনে—একাই তুলে নেন ৪ উইকেট।
এর আগে টসে জিতে দিল্লিকে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাটিংয়ে এইডেন মার্করাম (৫২), মিচেল মার্শ (৪৫) ও আয়ুস বাদোনির (৩৬) ইনিংসে ভর করে ২০ ওভারে ১৫৯ রানে পৌঁছায় তারা। তবে সেই স্কোর দিল্লির ব্যাটিং আক্রমণের সামনে যথেষ্ট প্রমাণিত হয়নি।
আজকের ম্যাচে দিল্লির জয় শুধু গুরুত্বপূর্ণ ২ পয়েন্টই নয়, দলের আত্মবিশ্বাসও বাড়াল অনেকটাই। ব্যাটে-বলে দারুণ ভারসাম্য দেখিয়ে দিল্লি জানিয়ে দিল—তারা লড়াইয়ে ফিরেছে।