IPL 2025 : সুপার ওভারের থ্রিলারে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি ক্যাপিটালস


স্পোর্টস ডেস্ক : ফিরোজ শাহ কোটলার সন্ধ্যা ছিল টানটান উত্তেজনায় মোড়া। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ গড়ালো সুপার ওভারে। আর সেই চূড়ান্ত নাটকীয়তা থেকেই ৪ বলেই জয় তুলে নিল দিল্লি। ফলে গুজরাটকে টপকে শীর্ষে উঠল তারা।

এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দিল্লি তোলে ৫ উইকেটে ১৮৮ রান। রাজস্থানের জবাবও একই স্কোরে শেষ হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে মাত্র ১১ রানে থামে রাজস্থান। দিল্লি মাত্র চার বলেই ম্যাচ পকেটে পুরে নেয়।

দিল্লির শুরুটা ভালো হয়নি। ওপেনার ফ্রেজার মাত্র ৯ রানে আউট হন, নায়ার ফেরেন রান না করেই। কিন্তু চাপে দাঁড়িয়ে যান অভিষেক পোড়েল ও লোকেশ রাহুল। রাহুল ৩৮ রানে আউট হলেও অভিষেক ৪৯ রানের লড়াকু ইনিংস খেলেন—যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। অক্ষর পটেল ও স্টাবস ঝড়ো ইনিংসে দলের রান পৌঁছায় লড়াইয়ের জায়গায়।

রাজস্থানের পক্ষে আর্চার নেন ২ উইকেট। থিকসানা ও হাসরঙ্গা ভাগ করে নেন আরও দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে রাজস্থান। পাওয়ারপ্লেতেই ৭৬ রান আসে। তবে ইনিংসের মাঝপথেই ছন্দ হারাতে থাকে তারা। স্যামসন চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হলে চাপ আরও বাড়ে। যশস্বীর অর্ধশতকেও আটকাতে পারেনি দিল্লির বোলিং আক্রমণ। শেষ ওভারে দরকার ছিল ৯ রান, পেল মাত্র ৮। ফলত খেলা যায় সুপার ওভারে।

সুপার ওভারে মিচেল স্টার্কের বলেই রাজস্থানের ২ উইকেট পড়ে, রান হয় মাত্র ১১। দিল্লির হয়ে রাহুল ও স্টাবস নেমে মাত্র চার বলেই ম্যাচ শেষ করে দেন।

এই জয়ে দিল্লি ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পায় এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *