ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ করার দাবী

সংবাদদাতা, জলপাইগুড়ি : ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ করতে হবে। এই দাবিতে বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপো ইনচার্জকে স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ দেখাল এসএফআই এর সদর ২নম্বর লোকাল কমিটি। দ্রুত এই বিষয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহন না করলে সংগঠন বড় ধরনের আন্দোলনে যাবে বলেও জানান হয়েছে। উল্লেখ্য জলপাইগুড়ি শহরের কলেজ গুলিতে শহরের ছাত্রছাত্রী ছাড়াও হলদিবাড়ি, ধুপগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ফুলবাড়ি, মালবাজার সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রী পড়তে আসে। যাতায়াতে ভাড়া বাবদ প্রচুর টাকাও খরচ করতে হয় তাদের বলে দাবি। তাই সরকারি বাসে ছাত্রছাত্রীদের জন্য মূল ভাড়া থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হলে উপকৃত হবে তারা বলে জানান এসএফআই এর সদর ২নম্বর লোকাল কমিটির সভাপতি স্নেহাশিস বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *