বালুরঘাট : তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপ, সঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। শরীরকে শীতল রাখতে ও তৃষ্ণা মেটাতে মানুষ ছুটছে ঠান্ডা পানীয়ের খোঁজে। আর এই গরমে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ডাবের জল।

ফল ও পানীয়ের দোকানগুলিতে প্রতিদিন দু’ থেকে তিন হাজার ডাব বিক্রি হচ্ছে। চাহিদা এতটাই বেড়েছে যে, শহরের আশেপাশের গ্রাম থেকে প্রচুর পরিমাণে ডাব এনে বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। দামও তুলনামূলকভাবে গত বছরের চেয়ে কিছুটা কম, প্রতি ডাব ৫০-৬০ টাকা দামে পাওয়া যাচ্ছে।
এক ডাব বিক্রেতার কথায়, “গরম পড়তেই মানুষের চাহিদা অনেক বেড়েছে। সারা দিন দোকানে ভিড় লেগেই আছে। বিক্রিও ভালো হচ্ছে।”

প্রচণ্ড গরমে ডাবের জল যেন একপ্রকার প্রাণসঞ্চারী পানীয় হয়ে উঠেছে। এই চিত্র দেখা যাচ্ছে বালুরঘাটের বাজারে। শীত বিদায় নিতেই দক্ষিণ দিনাজপুর জুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। দিনের তাপমাত্রা ছুঁয়ে ফেলছে ৪০ ডিগ্রি। চড়চড় করে বাড়ছে রোদের প্রখরতা। রাস্তায় বেরোলেই গরমে হাঁসফাঁস করছেন মানুষ। ফলে, এক গ্লাস ঠান্ডা ডাবের জল যেন প্রাণসঞ্চারের সমান!
এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে ডাবের জলই হতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর ও প্রাকৃতিক সমাধান। আপনি কি এই গরমে ডাব খাচ্ছেন? কমেন্টে জানান আপনার মতামত!