সংবাদদাতা, জলপাইগুড়িভ: কোচবিহারের রাজবাড়ী ও রাজবাড়ীর গেটের আদলে খাগড়া বাড়িতে প্রবেশপথে নির্মীয়মান হেরিটেজ গেট তৈরির দাবি তুলল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। এদিকে বিভিন্ন আবেদন নিবেদন করেও কোন সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ।

দাবি না মানা হলে বৃহত্তরে আন্দোলনের পথে যাওয়ার কথা বললেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। বুধবার এ নিয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির তরফে। কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মানবেন্দ্র রায় বলেন, খাগড়া বাড়িতে যে হেরিটেজ গেট তৈরি হচ্ছে সেখানে রাজবাড়ীর সাথে কোন মিল নেই।

যেসব নিদর্শন বা বৈশিষ্ট্য এই গেটে থাকার কথা তার চিহ্নমাত্র নেই। ঐতিহাসিক রাজবাড়ীর স্থাপত্য ও নিদর্শন উপেক্ষা করেই এ ধরনের গেট করা হচ্ছে যার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। মৌখিকভাবে কোচবিহার পুরসভাকে জানালেও কোন ফল হয়নি বলে অভিযোগ। প্রবেশদ্বারের ওপরে অন্তত বীর চিলারায়, রাজা নরনারায়ন ও বিশ্ব সিংহের মূর্তি বসানোর দাবি করেন সংগঠনের সদস্যরা। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রেসিডেন্ট ত্রিদেব সিংহ, সম্পাদক অমিয় রায়, মোঃ মাজিদুল সহ অন্যান্যরা।