মানিকচক ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি

মানিকচক: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সোমবার মানিকচক ব্লক আইসিডিএস দপ্তরের সামনে এই কর্মসূচি আয়োজন করে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মানিকচক ব্লক কমিটি।

সকালে একটি পদযাত্রার মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরে আইসিডিএস দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডলসহ কয়েকশ কর্মী।

বিক্ষোভে মোট ২০টি দাবি-দাওয়া উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য: নতুন শিক্ষা ব্যবস্থা অবিলম্বে চালু করা। কেন্দ্র পরিচালনার জন্য গ্যাস ওভেনসহ সমস্ত সরঞ্জাম সরবরাহ করা। জীবনবিমা, বিবাহ ভাতা এবং স্কলারশিপ প্রদান।
ডিম, সবজি ও জ্বালানির খরচ বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদান। কাজ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে ভয় প্রদর্শন বন্ধ করা। ৬৫ বছর পূর্ণ হলে সময়োপযোগী ক্ষতিপূরণ প্রদান।

সংগঠনের প্রতিনিধি দল দাবি-দাওয়ার একটি স্মারকলিপি আইসিডিএস দপ্তরের প্রজেক্ট অফিসারের হাতে তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলি দ্রুত পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।

রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডল বলেন, “সরকার যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিগুলিকে গুরুত্ব না দেয়, তবে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য অধিকার এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

এই বিক্ষোভ কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি আদায়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *