শিলিগুড়ি : রাজ্য বাজেটে উত্তরবঙ্গের প্রতি অবহেলা নিয়ে ফের সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্য সরকারের বাজেট পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করে বলেন, “এই বাজেটে উত্তরবঙ্গের জন্য কিছুই নেই! উন্নয়নমূলক কোনো প্রকল্প নেই, কর্পোরেশনগুলির জন্যও নেই বাড়তি বরাদ্দ। এটা আসলে উত্তরবঙ্গের প্রতি চরম বঞ্চনার নয়া দলিল।”
শঙ্কর ঘোষ আরও অভিযোগ করেন, “বাংলার বাজেটের বেশিরভাগ বরাদ্দই কেন্দ্রীয় সরকারের অর্থ থেকে আসছে, অথচ রাজ্য সরকার সেটিকে স্বীকৃতি দিতে চায় না। বরং তারা জনগণকে ধোঁয়াশায় রাখছে। মুখ্যমন্ত্রী যখনই কেন্দ্রের বিরুদ্ধে অর্থ না দেওয়ার অভিযোগ তোলেন, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে তিনি প্রকৃত তথ্য আড়াল করছেন।”
রাজ্য সরকারের আয়ের অন্যতম উৎস হিসেবে মদের করকে তুলে ধরে বিজেপি বিধায়ক কটাক্ষ করেন, “গুজরাটে মদ নিষিদ্ধ, কিন্তু বাংলায় সেই মদ থেকেই সরকার রাজস্ব আদায় করে। রাজ্যের অর্থনীতি এতটাই দুর্বল যে মদের কর থেকেই সরকারের বড় অংশের তহবিল চলে!”
উত্তরবঙ্গের এই ‘বঞ্চনার বাজেট’-এর প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শঙ্কর ঘোষ। এমনকি বিজেপির রাজ্য নেতৃত্ব শীঘ্রই উত্তরকন্যা অভিযান করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।