পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে রাজগঞ্জে ডেপুটেশন; পথে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল

জলপাইগুড়ি : পৃথক রাজ্য গঠনের দাবিতে ফের উত্তাল হল উত্তরবঙ্গ। শুক্রবার রাজগঞ্জে পথে নামল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (KSDC)। ভারতের সংবিধানের কাঠামোর মধ্যেই একটি পূর্ণাঙ্গ ‘কামতাপুর’ বা ‘গ্রেটার কোচবিহার’ রাজ্য গঠনের দাবি নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা।

সকালে সংগঠনের শতাধিক সদস্য রাজগঞ্জ বাজার পরিক্রমা করে বিডিও অফিসে মিছিল করে পৌঁছান। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড— তাতে লেখা ছিল “আমাদের ভাষা, আমাদের অধিকার” এবং “কামতাপুর আমাদের আত্মপরিচয়”।

তাঁদের দাবির মধ্যে ছিল— পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য গঠন, কোচ-রাজবংশী সম্প্রদায়কে তপশিলি উপজাতি (ST) মর্যাদা প্রদান, কামতাপুরী (রাজবংশী) ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি, উত্তরবঙ্গের উন্নয়নে আলাদা প্রশাসনিক পরিকাঠামো গঠন।

Deputation in Rajganj demanding separate Kamtapur state; Kamtapur State Demand Council on the way

ডেপুটেশনকে কেন্দ্র করে রাজগঞ্জ বিডিও অফিস চত্বরে আগে থেকেই কড়া পুলিশি নজরদারি ও মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবেই বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।

কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ আশিবুল বলেন, “আমরা সংবিধান মেনে, গণতান্ত্রিক পথে আমাদের দাবি জানাচ্ছি। উত্তরবঙ্গের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও ভাষাগত মর্যাদা রক্ষার জন্য কামতাপুর রাজ্য গঠন সময়ের দাবি।”

রাজগঞ্জের এই ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের একতা ও দাবি—দুই-ই স্পষ্টভাবে সামনে এলো, যেখানে প্রতিধ্বনিত হলো উত্তরবঙ্গের মানুষের আত্মপরিচয়ের নতুন সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *