গ্যাস পাইপ ও ফাইবার বসানোর পরেও মেরামত নয়, শহরের রাস্তায় গর্তে বিপত্তি—প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

সংবাদ প্রতিবেদন, জলপাইগুড়ি, ২৭ মে : গ্যাসের পাইপলাইন ও অপটিক্যাল ফাইবার বসানোর জন্য শহরের রাস্তায় যত্রতত্র খোঁড়াখুঁড়ি চলেছে দীর্ঘদিন। কিন্তু কাজ শেষ হলেও সেই রাস্তাগুলি আর ফেরানো হয়নি আগের চেহারায়। ফলস্বরূপ, শহরের ব্যস্ত রাস্তাগুলির বুকে রয়ে গিয়েছে বড় বড় গর্ত—যা এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে।

Despite the installation of gas pipes and fiber optic cables repairs are still not done potholes on city roads pose a hazard - accidents are happening every day

বিশেষ করে জলপাইগুড়ি শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড়, বাজার সংলগ্ন এলাকা এবং আবাসিক রাস্তাগুলিতে এই সমস্যার প্রকোপ সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, রাস্তা এমনিতেই বেহাল অবস্থায় ছিল। তার উপর গ্যাস পাইপ বসানো ও অপটিক্যাল ফাইবার সংযোগের জন্য বারবার রাস্তা কাটার ফলে অবস্থার আরও অবনতি হয়েছে।

শহরের এক প্রবীণ বাসিন্দা বলেন, “প্রতিদিন কোথাও না কোথাও বাইক উলটে যাচ্ছে, টোটো গর্তে আটকে যাচ্ছে। ছোটো শিশুরাও রাস্তায় হাঁটতে ভয় পায়। এত কাজ করা হচ্ছে, অথচ মেরামতের নামে কোনো ব্যবস্থা নেই।”

এদিকে পুরসভা সূত্রে জানা গেছে, রাস্তা কাটার অনুমতি দেওয়া হয়েছিল নির্দিষ্ট শর্তে—কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাই রাস্তা যথাযথভাবে মেরামত করতে হবে সেই শর্ত ছিল। কিন্তু সেই শর্ত উপেক্ষা করেই দায় এড়িয়ে চলেছে একাধিক সংস্থা।

জলপাইগুড়ি পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “যে সংস্থা রাস্তা খুঁড়েছে, তাদেরকেই মেরামতের দায়িত্ব নিতে হবে। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাকে জানাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *