অন্য ধারার ছবির পর বড়দিনে “প্রধানে”র হাত ধরে স্বমহিমায় ফিরছেন দেব

পিনাকী রঞ্জন পাল, ৭ই ডিসেম্বর’২৩ : এবার বড়দিন উপলক্ষ্যে সিনে দর্শকদের জন্য আসছে একাধিক বড় ছবি। আসছে কিং খানের “ডাঙ্কি”, প্রভাসের “সালার”, মিঠুনের “কাবুলিওয়ালা”। এরই এরই সাথে থাকছে দেবের “প্রধান”। প্রধান ছবিতে অভিনেতা দেবকে দেখা যাবে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার দীপক প্রধানের ভূমিকায়।

পুলিশের ভূমিকায় দেবের অভিনয় দেখতে মুখিয়ে আছেন দেবের ভক্তরা। দেবের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ধারাবাহিক “মিঠাই” খ্যাত সৌমিতৃষা কুন্ডুকে। উল্লেখ্য, সৌমিতৃষার এটাই প্রথম বড় পর্দায় অভিনয়।

আর তাই প্রধানের মুক্তির ফিন গুনছে সৌমিতৃষার ভক্তরাও। ছবিটির পরিচালক টনিক ও প্রজাপতির মতো হিট ছবি খ্যাত অভিজিৎ সেন। ছবিটি প্রযোজনা করেছেন অতনু রায়। এই ছবির অনেকটা শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। ছবিতে দেব, সৌমিতৃষা ছাড়াও রয়েছে একাধিক স্টার অভিনেতা। যেমন সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনির্বাণ চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।

আটবছর পর দেব ও সোহমকে দেখা যাবে একসঙ্গে কাজ করতে।সোহম কে ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে। টনিকের পর দেব – পরান জুটিকে আবার দেখা যাবে প্রধানে। অন্যদিকে উপড়ি পাওনা হিসেবে থাকছেন ‘একেনবাবু’ খ্যাত অনির্বান চক্রবর্তী, তাঁর চরিত্রটি নেগেটিভ। সোমবার মুক্তি পেল ছবিটির ট্রেলার। ট্রেলার দেখেই বোঝা গেছে একেবারে পারিবারিক একটি ছবি। এক অসহায় বৃদ্ধ কীভাবে রাজনীতির শিকার হন এবং তাঁকে কীভাবে রক্ষা করবে একজন সৎ পুলিশ অফিসার তা দেখা যাবে ছবিতে। রোম্যান্স, মারপিট, আবেগ, ড্রামা, ষড়যন্ত্র সবই ভরপুর রয়েছে এই ছবিতে। মূলত প্রধানকে অনায়াসেই বাণিজ্যিক ছবি বলা যেতে পারে। অন্য ধরনের ছবি করার পর বড়দিনে দেব তাঁর পুরনো ভূমিকায় ফিরতে চলেছেন দীপক প্রধান রূপে।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *