শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বর: পাহাড়ের কোলে সেবকেশ্বরী কালীমন্দিরে মায়ের আশীর্বাদ নিলেন অভিনেতা ও সাংসদ দেব। তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’–এর প্রচারের সূচনা হল উত্তরবঙ্গ সফর দিয়ে। দেবের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়িকা ইধিকা পাল, অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা ওম সাহানি এবং পুরো টিম।

সকালে মন্দিরে গিয়ে দেবীকে পুজো দেন দেব। ফুল হাতে মায়ের চরণে প্রার্থনা করে তিনি নেন আশীর্বাদ, কপালে সিঁদুরের তিলক পরেন। মন্দিরের পুরোহিত তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। এদিন দেবের পরনে ছিল কালো পোশাক, সোহিনীর লাল শাড়ি ও কালো ব্লাউজ, আর ইধিকা বসেছিলেন দেবের একেবারে পাশে। পুজো শেষে দেব নিজেই জানান, “এই ছবির সাফল্যের জন্যই আজ মায়ের কাছে প্রার্থনা করেছি।”
মালদা সফরের পর দ্বিতীয় গন্তব্য শিলিগুড়ি। এখান থেকেই দর্শকদের সামনে হাজির হবে ‘রঘু ডাকাত’-এর নতুন গান ও ঝলক। সিনেমাপ্রেমীদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগও পাবেন ভক্তরা। বিকেল থেকে শিলিগুড়ি জুড়ে শুরু হবে জমজমাট প্রচার।
উত্তরবঙ্গের সাংস্কৃতিক আবহে টিম ‘রঘু ডাকাত’–এর উপস্থিতি রূপোলি পর্দার বাইরেও এক আলাদা রঙ যোগ করেছে। দার্জিলিংয়ের পথে সেবক কালীমন্দিরে পুজো দিয়ে দেব ও তাঁর টিম এখন নতুন ছবির প্রচারে শিলিগুড়িতে।