প্রবীণ সাংবাদিক দেবাশিস ঘোষ ও জনমত পত্রিকার প্রাক্তণ সম্পাদক সুধীর ভট্টাচার্যের স্মরণ সভা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট : জলপাইগুড়ির সুভাষ বসু ফাউন্ডেশনে রবিবার বিকালে প্রবীণ সাংবাদিক দেবাশিস ঘোষ ও জনমত পত্রিকার প্রাক্তণ সম্পাদক সুধীর ভট্টাচার্যের স্মরণ সভা আয়োজিত করে শতবার্ষিকী আলোকে জনমত পত্রিকার পরিবার। জনমত পত্রিকার অন্যতম সদস্য কমল কৃষ্ণ বন্দোপাধ্যায় সভাপতির আসন অলংকৃত করেন। স্মরণসভায় উপস্থিত সকলে পুষ্পস্তবক প্রদান করেন। অনুষ্ঠানে অধ্যাপক শীলা দত্ত ঘটক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। অভীক সান্যাল, সুব্রত বাগচী, সুবর্ন রুদ্র, বাচিক শিল্পী নির্মল ঘোষ, প্রভাত ঘোষাল, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, সাংবাদিক জ্যোতি সরকার, মনোরঞ্জন ভদ্র, সাংবাদিক দেবাশিস ঘোষের পুত্র শুভাশিস ঘোষ পিতার স্মৃতিচারনে অজানা কথা তুলে ধরেন। বাবার কর্মকান্ডের সূচনা করবে আর্জি জানান সকলের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বিশিষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনিদিপা নন্দী বিশ্বাসের রবীন্দ্র সঙ্গীত মন ছুঁয়ে যায়। ড: আনন্দ গোপাল ঘোষ সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *