বেবিবাম্পের ছবি শেয়ার করলেন ঢালিউডের নায়িকা পরীমনি

ডিজিটাল ডেস্ক : এবছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল, মা হতে চলেছেন বাংলাদেশী সিনেমার আলোচিত নায়িকা পরীমনি (Porimoni) । সেই মাসেই নিজের মা হওয়ার খবরটি মিডিয়াকে জানিয়েছিলেন পরীমনি। তারপর থেকেই খুব সতর্ক জীবনযাপন করছেন তিনি। ঈদের আগের দিন পরীমনি তাঁর চিত্রনায়ক স্বামী শরীফুল রাজ ও দাদুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন ছুটি কাটাতে।

এই শুক্রবার তাঁরা ঢাকায় ফিরছেন বলে জানা গেছে। ফেরার DVR আগে কক্সবাজারের হোটেলের ঘর থেকে কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন পরীমনি। সেই ছবির একটিতে পরীমনির বেবিবাম্পের ছবি স্পষ্ট। ছবিতে হোটেলের ঘরের বিছানায় বসে বেবিবাম্পের নিচে আলতো করে বাম হাত রাখা। আর ডান হাতে এক গোছা লাল ফুল মুখের সামনে ধরা। পরনে একটি সাদা কালো পোশাক, পায়ের জুতোটাও সাদা কালো।

ছবির একটিতে পরীমনি তার স্বামীর সাথেও রয়েছেন। পরীমনি মিডিয়াকে তাঁর মা হওয়া প্রসঙ্গে জানিয়েছেন, ‘বাইরে থেকে কেউ আমার অনাগত সন্তানের ব্যাপারটা বুঝতে না পারলেও আমি কিন্তু ভেতরে-ভেতরে অনুভব করছি। দিন যতই পার করছি, অনাগত সন্তানের উপস্থিতি বুঝতে পারছি।’ ছেলে হবে না মেয়ে নিয়ে তিনি জানিয়েছেন, ‘নব্বই ভাগ মানুষ বলছে ছেলে হবে, দশ ভাগ বলছে মেয়ে। কিন্তু আমি চাই আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক।’

Photo Credit- Pori Moni official FB page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *