জলপাইগুড়ি: ধনাইমালী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক জমজমাট খাদ্য মেলা। মেলায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপরেশ সাহা, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি কমল রায়, শিক্ষানুরাগী পুলক রায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন ছাত্র-ছাত্রীরা নিজেদের তৈরি বিভিন্ন খাদ্য স্টল দিয়ে মেলাকে প্রাণবন্ত করে তোলে। স্টলগুলিতে পকোড়া, চপ-মুড়ি, ঘুঘনি, চিড়ার কাটলেট, পপকর্ন সহ নানা ধরনের সুস্বাদু খাবার পরিবেশন ও বিক্রি করা হয়। শিক্ষকদের তরফেও স্টল দেওয়া হয়, যা মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।

মেলায় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অতি উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যায়। তারা শুধু খাবারের স্বাদ গ্রহণ করেই সন্তুষ্ট থাকেননি, বরং মেলার আয়োজনের প্রশংসাও করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপরেশ সাহা জানান, “ধনাইমালী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণায় এবছরই প্রথমবার এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাই, এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নতুন কিছু শিখুক এবং অভিজ্ঞতা অর্জন করুক।”
খাদ্য মেলাটি শুধু বিদ্যালয়ের পড়ুয়াদের নয়, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের কাছেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছিল।