জলপাইগুড়ি মহিলা কলেজে দিদিগিরি বিতর্ক : বহিরাগতদের হামলায় আহত SFI সদস্যারা; উত্তাল কলেজ চত্বর

জলপাইগুড়ি : জলপাইগুড়ি পিডি মহিলা কলেজ চত্বর যেন পরিণত হচ্ছে বারবার রাজনৈতিক দখলদারির রণক্ষেত্রে। শুক্রবার ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যখন কলেজের এক অধ্যাপিকাকে অপমানের ঘটনার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দিতে গেলে আক্রান্ত হন ভারতের ছাত্র ফেডারেশনের (SFI) মহিলা সদস্যারা। অভিযোগ উঠেছে, বহিরাগত ছাত্রীরা কলেজ চত্বরে ঢুকে আক্রমণ চালায় SFI কর্মীদের ওপর। ঘটনায় আহত তিনজন SFI নেত্রীকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে।

Didigiri controversy at Jalpaiguri Women's College: SFI members injured in attack by outsiders

SFI-র তরফে জানানো হয়েছে, কলেজে বারবার বহিরাগতদের দাপট বাড়ছে এবং প্রশাসন তা দেখেও নিরব দর্শক হয়ে থাকছে। অধ্যাপিকা অপমানের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিল ছাত্রীরা, কিন্তু তা যেন হয়ে উঠল আক্রমণের অজুহাত।

উল্লেখযোগ্য, কিছুদিন আগেই আদিবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও একই কারণে কলেজে ডেপুটেশন দিতে এসে বহিরাগতদের রোষের শিকার হন। সংবাদমাধ্যমের সামনেই সেই উত্তপ্ত পরিস্থিতির ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় কিছু বহিরাগত দৌড়ে পালাচ্ছেন ঘটনাস্থল থেকে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে SFI। জেলা সম্পাদক অরিন্দম ঘোষ জানিয়েছেন, “এই রাজনৈতিক দাদাগিরি আর সহ্য করা হবে না। কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *