সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জানুয়ারি’২৪ : দিদিমণির জান, তার নাম শাহজাহান, বললেন বিজেপি সভাপতি। রেশনের চাল আবাস যোজনার টাকা সহ অন্যের বউ পর্যন্ত চুরি করে তৃণমুল! কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূলের উদ্যোগে জিহাদিদের পকেট তৈরি হয়েছে এই বঙ্গে, জলপাইগুড়িতে দলীয় কর্মসূচীত যোগদিতে এসে বললেন বিজেপি সভাপতি। শনিবার জেলা বিজেপির ডাকে “চোর ধরো জেল ভরো” কর্মসূচিতে যোগ দিতে শহরে অসেন বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।

এদিন শহরের নেতাজি পাড়া থেকে আয়োজিত প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে এদিন ডি বি সি রোড স্থিত জেলা কার্যালয়ের সামনে এক জনসভায় যোগ দেন তিনি। এর পূর্বে সাময়িক বিশ্রামের জন্য শহরের দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই রাজ্যে সংবিধান আক্রান্ত, উত্তর চব্বিশ পরগনা জেলায় শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকদের ওপর শাহজাহান শেখের মতো মানুষ যারা একদিকে বাংলাদেশের জেহাদি সংগঠণের মদত দাতা অপরদিকে এই রাজ্যের তৃণমূলের নেতা তার নেতৃত্বে যে হামলা চালিয়েছে তাতেই পরিষ্কার আগামীতে এই পশ্চিমবঙ্গের হাল কি হতে চলেছে।

এরপর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি, জনসভায় উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাজ্য বিজেপির সভাপতি বলেন, এই সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল, আবাস যোজনার টাকা সহ অন্যের বউকে ও চুরি করেছে, সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন।