বিশ্বজিৎ নাথ, কলকাতা : দিদির সুরক্ষা কবচ মানে সমস্ত জনমুখী প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া। বুধবার জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের পক্ষ থেকে শঙ্করপুর মোড়ে আয়োজিত রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি দাবি করলেন,দুর্নীতি রুখতে সরকার ও দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এদিনের অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং, আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ মোরাজি, মাইনোরিটি সেলের নেতা আকবর জখমি, কাউগাছি-২ পঞ্চায়েতের প্রধান অমল মন্ডল, জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাইনোরিটি সেলের সভাপতি মহম্মদ আসিফ খান, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, কাউন্সিলর প্রবীর বৈদ্য ও সত্যেন রায়, তৃণমূল নেতা সঞ্জয় সিং, শ্যামল তলাপাত্র, ত্ররাজকুমার যাদব, মন্নু সাউ, গৌতম সরকার, যুব নেতা রাজ বিশ্বাস প্রমুখ।