সিপিএম-কংগ্রেস আন্দোলনকে উল্টোদিকে নিয়ে যাচ্ছে দাবি দিলীপ ঘোষের (ভিডিও সহ)
কলকাতা : সিপিএম-কংগ্রেস আন্দোলনকে উল্টোদিকে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধেয় নৈহাটিতে দলীয় প্রার্থী রূপক মিত্রের সমর্থনে আয়োজিত সভায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চলছে। এই আন্দোলন নিয়ে দিলীপ ঘোষ বলেন, বিচারের দাবিতে নাগরিক সমাজ অরাজনৈতিক আন্দোলন করছে। কিন্তু রাজনৈতিক লোকেরা সেই আন্দোলনকে পরিচালনা করছে। তাঁর দাবি, সিপিএম, কংগ্রেস আন্দোলনকে উল্টোদিকে নিয়ে যাচ্ছে। কারন, বিজেপি আন্দোলনে নামলে পরিবর্তন আসবে। আর বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজনৈতিক দলগুলো উঠে যাবে। তাই বিচারের নামে রাজ্যে ‘মমতা বাঁচাও’ আন্দোলন চলছে। এদিনের সভায় হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক তথা নির্বাচনী পর্যবেক্ষক তাপস রায়, বিধায়ক বঙ্কিম ঘোষ প্রমুখ।