বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২১ আগস্ট’২৩ : মাওবাদীদের হাত ধরে বাংলায় তৃণমূল ক্ষমতায় এসেছে। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার নারায়নপুর খেদাইতলা মাঠে আয়োজিত সভায় হাজির হয়ে এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এদিন রাজ্যের একাংশ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে তিনি সূর চড়ালেন। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ও ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আয়োজিত জনসভায় রাজ্যের একাংশ বুদ্ধিজীবীকে ‘হিজড়ার’ দল বলেও তিনি কটাক্ষ করলেন। দিলীপ ঘোষের কথায়, কিছু বুদ্ধিজীবী মিনমিন করে কথা বলেন।
জলপাইগুড়ি কোতোয়ালী থানায় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ; বিক্ষোভের মুখে বাম নেতারা
যাদবপুর কাণ্ডে প্রতিবাদ না করে নীরব হয়ে আছেন। এঁরা হিজড়ার দল। দম থাকলে ওনাদের প্রতিবাদ করা উচিত। এদিনের জনসভায় হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি অশোক দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।