বিশ্বজিৎ নাথ : হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সনাতনী ঐক্য মঞ্চের গারুলিয়া নগর ও শ্যামনগর খণ্ডের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধেয় গারুলিয়ার পিনকল মোড় থেকে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে শ্যামনগর ঝাউতলা হনুমান মন্দিরের কাছে শেষ হয়।

উক্ত পদযাত্রায় যোগ দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের রাস্তায় নামিয়ে উৎপাত করছেন। তাঁর দাবি, ২৬ হাজার শিক্ষকের পয়সা খাওয়ার পাপ উনি চাপা দেওয়ার চেষ্টা করছেন।

কিন্তু বাংলার মানুষ এটা ভুলবেন না। এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি, জেলার সম্পাদক কুন্দন সিং, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রানা চক্রবর্তী প্রমুখ।