জলপাইগুড়ি : জলপাইগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যোগ দিলেন চায়ে পে চর্চায়। তার সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন সকালে শহরের বাবুপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের সঙ্গে তিনি চায়ের আড্ডায় অংশ নেন।
দলের সদস্যতা অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দেশজুড়ে সদস্যতা অভিযান প্রায় শেষ পর্যায়ে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছি। কর্মীদের সঙ্গে দেখা করছি এবং বাজার, গ্রামে গিয়ে সদস্য সংগ্রহ করছি। গতকাল আলিপুরদুয়ারে ছিলাম, আজ জলপাইগুড়িতে, আর আগামীকাল শিলিগুড়িতে কর্মসূচি রয়েছে।”
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও নেতাদের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না। ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়। ওই দেশে তো সামরিক বিভাগই নেই, চুরি করে খায়। নেতারা শুধু মিডিয়ায় থাকার জন্য বড় বড় কথা বলেন।”
দলের কর্মসূচি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে জলপাইগুড়িতে তার বক্তব্য দলীয় কর্মীদের মধ্যে আলোড়ন তোলে।