দিনবাজার পরিদর্শন পুরমাতার : পহেলা বৈশাখেই নতুন মার্কেট কমপ্লেক্সের উদ্বোধনের সম্ভাবনা (ভিডিও সহ)

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি’২৪ : ব্যবসায়ীদের জন্য এখনও দিনবাজারে নতুন করে তৈরি করা মার্কেট কমপ্লেক্সটি শুরু করা যায়নি। পাশাপাশি পুরনো মার্কেট কমপ্লেক্সটিরও বেহাল অবস্থা। বিপদজনক অবস্থায় রয়েছে সেটি। জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু ব্যবসায়ী এখনো সেখানে ব্যবসা করে যাচ্ছেন।

পুরসভার উষসী ভবনও পরিতক্ত। ভবনগুলি আজ সরেজমিনে খতিয়ে দেখতে এলেন পুর প্রতিনিধিরা। শুক্রবারের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। ছিলেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা সহ অন্যান্য সদস্যরাও। তবে আগামী পহেলা বৈশাখেই নতুন মার্কেট কমপ্লেক্সটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এদিনের পরিদর্শন নিয়ে পুরমাতা পাপিয়া পাল বলেন, আজ বিভিন্ন জায়গায় ভিজিট করে দেখছি। প্রথমে উষসী ভবনটিও দেখা হল। দিনবাজারের পুরনো মার্কেট কমপ্লেক্সটি খুবই বিপদজনক অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদের আগেই সেখান থেকে সরে যেতে অনুরোধ করেছিলাম। আগামীকাল সেখানে “বিপদজনক ভবন” বলে একটি সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হবে।

আগামী দিনে এই বিল্ডিং নিয়ে যাতে কিছু করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হবে। পুরসভার তরফে নতুন বিল্ডিং চালু করতে সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে গেছে। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে আগামী পহেলা বৈশাখেই তারা এখানে ব্যবসার শুরু করতে চান বলে এদিন জানান পাপিয়া পাল।

এদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, পয়লা বৈশাখে আমাদের নতুন বিল্ডিংটি উদ্বোধন করার ইচ্ছে রয়েছে। বিদ্যুতের সংযোগ ইতিমধ্যে পৌঁছে গেছে।

Dinbazar Inspection Purmatar: The new market complex is likely to be inaugurated on the first day of Baisakh

জলের কাজও অনেকটা এগিয়েছে। পুরনো বিল্ডিংটি মোহন বোস চেয়ারম্যান থাকাকালীনই ড্যামেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভবিষ্যতে এখানকার ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে যাতে নতুন করে ভবনটি তৈরি করা যায় তারও চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *