শিলিগুড়ি : উত্তরবঙ্গবাসীর জন্য এ যেন এক স্বপ্নের পথ খুলে গেল। এখন আর দিঘা বা দিঘার জগন্নাথ মন্দিরে যেতে ঘণ্টার পর ঘণ্টা হিমসিম খেতে হবে না সাধারণ যাত্রীদের। রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের ছয়টি শহর— কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা— থেকে এবার নিয়মিত চলবে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস।

মঙ্গলবার ফুলবাড়ির উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভলভো বাস পরিষেবার সূচনা করেন পতাকা উড়িয়ে। যাত্রীসুবিধার কথা মাথায় রেখে পরিবহণ দফতর ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)-র যৌথ উদ্যোগে চালু হল এই বাস পরিষেবা।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, ‘জগন্নাথধাম’ হিসেবে গড়ে ওঠা দিঘাকে এবার উত্তরবঙ্গের সঙ্গে সোজাসুজি যুক্ত করবে সরকার। সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

বাসের রুট ও টাইম টেবিল:
রুট ১: কোচবিহার – দীঘা
ছাড়বে: সোমবার ও শুক্রবার (দুপুর ২টা)
ফিরবে: মঙ্গলবার ও শনিবার (দুপুর ২টা)
ভায়া: ফালাকাটা, ধূপগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ বাইপাস, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, কাঁথি।
রুট ২: আলিপুরদুয়ার – দীঘা
ছাড়বে: মঙ্গলবার ও শনিবার (দুপুর ২টা)
ফিরবে: বুধবার ও রবিবার (দুপুর ২টা)
ভায়া: ফালাকাটা, ধূপগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ বাইপাস, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, কাঁথি।
রুট ৩: জলপাইগুড়ি – দীঘা
ছাড়বে: বুধবার ও শনিবার (বিকেল ৪টা)
ফিরবে: বৃহস্পতিবার ও রবিবার (দুপুর ২টা)
ভায়া: শিলিগুড়ি, রায়গঞ্জ বাইপাস, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, কাঁথি।
রুট ৪: শিলিগুড়ি – দীঘা
ছাড়বে: বৃহস্পতিবার ও রবিবার (বিকেল ৫:৩০টা)
ফিরবে: শুক্রবার ও সোমবার (দুপুর ২টা)
ভায়া: রায়গঞ্জ বাইপাস, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, কাঁথি।
রুট ৫: রায়গঞ্জ – দীঘা
ছাড়বে: সোমবার ও শুক্রবার (সন্ধ্যা ৭:৩০)
ফিরবে: মঙ্গলবার ও শনিবার (দুপুর ৩টা)
ভায়া: মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, কাঁথি।
রুট ৬: মালদা – দীঘা
ছাড়বে: মঙ্গলবার ও শনিবার (রাত ৯টা)
ফিরবে: বুধবার ও রবিবার (দুপুর ৩টা)
ভায়া: বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, কাঁথি।

যাত্রীদের জন্য বিশেষ সুবিধা:
প্রতিটি বাসে ৪৩টি আরামদায়ক পুশব্যাক আসন
ব্যক্তিগত রিডিং লাইট
উন্নত প্রযুক্তির মাধ্যমে যাত্রী নিরাপত্তা
অত্যাধুনিক ৯৬০০ সিসির ভলভো বাস
সরকারি ভাড়া— মাত্র ২.২০ টাকা প্রতি কিলোমিটার (৭০০-৯০০ টাকার মধ্যে সম্পূর্ণ যাত্রা)
রাজ্য সরকারের লক্ষ্য:
সরকারি ভাড়ায় বেসরকারি বিলাসিতার স্বাদ— এই স্লোগানকেই সামনে রেখে মুখ্যমন্ত্রী চান, উত্তরবঙ্গবাসী যেন কম খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের স্বাদ পান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা: “উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের দূরত্ব শুধু কিলোমিটারে নয়, মনেও কমে যাবে এই বাস পরিষেবায়।”
ছবি সৌজন্যে পার্থ প্রতিম রায়, ফেসবুক।