সাইবার প্রতারণার ফাঁদে প্রতিবন্ধী মহিলা, উদ্ধার ২.১৯ লক্ষ টাকা

নিউ বারাকপুর : সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এক প্রতিবন্ধী মহিলা। তবে পুলিশের তৎপরতায় তার হারানো টাকার সিংহভাগ ফিরে পেলেন তিনি। নিউ বারাকপুর থানার সাইবার টিমের উদ্যোগে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকদের হাতিয়ে নেওয়া ২,১৯,৭০৯ টাকা উদ্ধার করা হয়েছে।

নিউ বারাকপুর থানার ১ নম্বর ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা রীনা চৌহান গত বছর অক্টোবর মাসে সাইবার প্রতারণার শিকার হন। চলাচলে অক্ষম এই মহিলার ৮০ বছরের বৃদ্ধা মা সম্পূর্ণ তাঁর ওপর নির্ভরশীল। শারীরিক সমস্যার কারণে তিনি প্রায় এক মাস পরে থানায় অভিযোগ জানান।

অভিযোগ পাওয়ার পর নিউ বারাকপুর থানার সাইবার টিম দ্রুত তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিউ বারাকপুর থানার আইসি ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে, স্থানীয় কাউন্সিলর দেবাশিস মিত্র আবাসনে গিয়ে মহিলার হাতে প্রতীকী চেক তুলে দেন।

Disabled woman falls prey to cyber fraud

টাকা ফেরত পাওয়ার পর রীনা চৌহান স্বভাবতই খুশি। পুলিশের সক্রিয়তার প্রশংসা করেছেন স্থানীয় পুর প্রতিনিধি দেবাশিস মিত্রও।

প্রসঙ্গত, মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৯ লক্ষ টাকা প্রতারকেরা আত্মসাৎ করেছিল। তার মধ্যে আপাতত ২.১৯ লক্ষ টাকা উদ্ধার করা গেছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে নিউ বারাকপুর থানার পুলিশ।

এদিন পুলিশের “পুলিশ বন্ধু” প্রকল্পের আওতায় একটি হারানো মোবাইল ফোনও প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। নিউ বারাকপুর থানার পুলিশের এই উদ্যোগ সাধুবাদ পেয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *