পাইকার এবং হোলসেলারদের মধ্যে বকেয়া নিয়ে বিবাদ, অনিশ্চিত হতে পাড়ে শহরে মাছের জোগান

সংবাদদাতা, জলপাইগুড়ি : ভিন রাজ্য থেকে সাপ্লাই আগেই কমেছে, এবার স্থানীয় পাইকার এবং হোলসেলে মাছ বিক্রি করা সংগঠনের সঙ্গে বকেয়া নিয়ে বিবাদ, অনিশ্চিত হতে পাড়ে শহরে মাছের জোগান।

জলপাইগুড়ির মূল মাছ বাজারটি অবস্থিত দিনবাজারে যা কিনা প্রায় একশো বছরের পুরনো। এই স্থান থেকেই বিভিন্ন রাজ্য এবং স্থানীয়দের আনা মাছ নিলামে বিক্রি হয়ে আসছে বহু বছর ধরে, তবে ভিন রাজ্যের মাছ ব্যবসায়ীদের অনেকের সঙ্গে বকেয়া অর্থ নিয়ে টানাপোড়নে ভিন রাজ্যের অনেক মাছ ব্যবসায়ী পিছুটান দিয়েছে আগেই বলে সূত্রের খবর। এবারও মাছের হোলসেলারদের সঙ্গে সেই একই বিষয় নিয়ে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পরে বাজারে।

জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হোলসেল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, বাংলা বর্ষ শেষে সব পাইকাররাই সারা বছরের লেনদেনের সমাপ্তি করে নতুন করে আবার দেনা পাওনার মধ্যে দিয়ে ব্যবসা শুরু করে কিন্তু এই বাজারের দু একজন পাইকারের জন্য আজ অচলাবস্থা সৃষ্টি হয়েছে বাজারে।

অপরদিকে, পাইকারদের পক্ষে এক মাছ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এই বাজারের এক মাছের আড়তদার আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এবং সংগঠনের নিয়ম অনুযায়ী আমরা যে এক শতাংশ ছাড় পেয়ে থাকি সেটাও দিতে অস্বীকার করে, যার জন্যে আজকে এই সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *